• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

খাবার স্যালাইনের উদ্ভাবক আর নেই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ মার্চ ২০১৮, ১৫:২৮

ডায়রিয়া নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা খাবার স্যালাইনের অন্যতম আবিষ্কারক ডা. রফিকুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সোমবার সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ৮২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডা. রফিকুল ইসলাম হৃদরোগজনিত ও বয়সজনিত নানা জটিলতায় ভুগে আসছিলেন।

রফিকুল ইসলামের জন্ম ১৯৩৬ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে। ষাটের দশকের মাঝামাঝি সময়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে আইসিডিডিআরবিতে যোগ দেন। ২০০০ সাল পর্যন্ত তিনি সেখানেই কর্মরত ছিলেন। ব্রিটেনে ট্রপিক্যাল মেডিসিন ও হাইজিন বিষয়ে তিনি উচ্চ শিক্ষা গ্রহণ করেন। আইসিডিডিআরবিতে তিনি ওষুধ নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চালালেও তার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার ওআরএস।

খাবার স্যালাইন শরীরের পানি ও লবণের ঘাটতিপূরণ করে। ডায়রিয়ায় ঘন ঘন পাতলা পায়খানার কারণে অতি অল্প সময়ে শরীর থেকে প্রচুর পানি ও লবণ বেরিয়ে যায়। তার আবিষ্কার করা খাবার স্যালাইন জীবন বাঁচিয়েছে কোটি মানুষের।

আরও পড়ুন:

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভিকারুননিসায় আরও ৩৬ ছাত্রীর ভর্তি জালিয়াতির তথ্য ফাঁস
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভির মাধ্যমে সংগীত পরিচালনায় নাম লেখালেন জিকো
বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ
X
Fresh