• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

প্রথমবারের মতো সরকারি চাকরিতে ১০১০ কওমি আলেম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ মার্চ ২০১৮, ২০:০০

দেশের ইতিহাসে প্রথমবারের মতো একসাথে ১ হাজার ১০ জন কওমি আলেম সরকারি চাকরিতে যোগদান করলেন।

আজ (সোমবার) সকালে তারা কাজে যোগদান করেন।

কওমি সনদের সরকারি স্বীকৃতির পর দেশে একসাথে এতো কওমি আলেমের সরকারি চাকরিতে যোগদানের ঘটনা এটাই প্রথম।

ইসলামিক ফাউন্ডেশনের অধীনে সারাদেশে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়) প্রকল্পের আওতায় পরিচালিত এক হাজার ১০টি দারুল আরকাম মাদরাসায় সদ্য যোগদানকারী কওমি আলেমগণ শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়া উক্ত মাদরাসায় আরও ১ হাজার ১০ জন আলিয়ার আলেম নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। এরইমধ্যে তাদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হয়েছে। খুব শিগগিরই এর ফলাফল ঘোষণা হতে পারে।

এদিকে আজ বিকাল সাড়ে ৩টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে নবনিযুক্ত শিক্ষকের জন্য ৩ দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল জানান, দারুল আরকাম মাদরাসায় কওমি, আলিয়া এবং সাধারণ শিক্ষা ক্যাটাগরিতে মোট তিন হাজার ৩০ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হবে।

আরও পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদ দেখতে পেলে ফোনে জানাতে বলেছে ইসলামিক ফাউন্ডেশন
চাঁদ দেখা নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তি
চাঁদ দেখা নিয়ে যা বললো আবহাওয়া অধিদপ্তর
চলতি বছরের ফিতরার হার নির্ধারণ করল ইসলামিক ফাউন্ডেশন
X
Fresh