• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মাথার খুলি খুলে দেখলেন ‘আসল রোগী’ নয়!

আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ মার্চ ২০১৮, ১৭:০০

অপারেশন টেবিলে ততক্ষণে রোগীর খুলি খুলে ফেলেছেন চিকিৎকরা। হঠাৎ খেয়াল করলেন, যে রোগীর অস্ত্রোপচার করতে তারা অভিযানে নেমেছেন, এই রোগী সেই রোগী নয়! কিন্তু এখন উপায়! সেই রোগীর ফের অস্ত্রোপচার করে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন চিকিৎকরা। তবে, তা সম্ভব হয়নি। অপারেশন টেবিল থেকে সোজা কেনিয়ার রাজপথে নেমে এসেছে বিষয়টি। খবর জি নিউজের।

কেনিয়ার রাজধানী নাইরোবির কেনিয়াতা ন্যাশনাল হাসপাতালের এমন নজিরবিহীন ঘটনায় দেশজুড়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়াও সেই বিতর্কে ঘি ঢেলেছে। এরপরই তড়িঘড়ি হস্তক্ষেপ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার হাসপাতালের নির্বাহীকে এজন্য বরখাস্ত করা হয়। পাশাপাশি দুই নার্স ও অ্যানেস্থেটিস্টকেও সরানো হয়েছে বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটেছে ১৮ ফেব্রুয়ারি। জানা গেছে, রোগীর শরীরে লাগানো ট্যাগ অদলবদল হয়ে যাওয়ার কারণেই এই ভুল হয়েছে। অস্ত্রোপচার হওয়া ওই রোগীটি মাথা ফুলে যাওয়ার কারণে ভর্তি হয়েছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তির শারীরিক অবস্থা এ মুহূর্তে ঠিক আছে।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রবাসীদের রেমিট্যান্স উন্নয়নের একটি মূল শক্তি : সমাজকল্যাণমন্ত্রী
শনিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রা
প্রান্তিক স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
চাঁদপুরে জামায়াতের পিছুটান
X
Fresh