• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নার্স নিয়োগে শর্ত শিথিল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জুলাই ২০১৬, ১৪:২২

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রক্রিয়ায় শর্ত শিথিল করেছে সরকার। এখন থেকে এ পদের কোটার আবেদনকারী না পাওয়া গেলে মেধার ভিত্তিতে ওইসব পদ পূরণ করা হবে। এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ সভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি সাংবাদিকদের বলেন, শুধু সিনিয়র স্টাফ নার্স পদে সরাসরি নিয়োগের জন্য অধিক সংখ্যক উপযুক্ত প্রার্থী মনোনয়ন দেয়ার জন্য পদ সংরক্ষণ সংক্রান্ত ৫৯ নম্বর সার্কুলারের শর্ত শিথিল করে বিশেষ বা প্রাধিকার কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে অপূরণকৃত পদগুলো সাধারণ প্রার্থীদের মধ্য জাতীয় মেধাতালিকার শীর্ষে অবস্থানকারী প্রার্থীদের মাধ্যমে পূরণ করা যাবে।

এম

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh