• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মানবতাবিরোধী অপরাধ : নোয়াখালীর ৪ আসামির রায় যেকোনো দিন

আরটিভি অনলাইন

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৪

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘঠিত মানবতাবিরোধী অপরাধে নোয়াখালীর সুধারামপুরের আমির আহম্মেদসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় যেকোনো দিন। হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে এই আসামিদের বিরুদ্ধে।

মামলার অপর তিন আসামি হলেন আব্দুল কুদ্দুস, মো. জয়নাল আবদীন ও আবুল কালাম ওরফে এ কে এম মনসুর। আসামিদের মধ্যে মনসুর পলাতক।

আজ (মঙ্গলবার) উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। একাত্তরের যুদ্ধাপরাধের বিচার শুরুর পর এটি হবে ৩১তম রায়।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর জাহিদ ইমাম। আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ রানা।
--------------------------------------------------------
আরও পড়ুন: সাংবাদিকদের সাজা দিতে ৩২ ধারা হয়নি : আইনমন্ত্রী
--------------------------------------------------------

জাহিদ ইমাম বলেন, উপযুক্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে সবক’টি অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তির আরজি জানিয়েছি ট্রাইব্যুনালের কাছে।

২০১৪ সালের ১৬ নভেম্বর আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে গত বছরের ৩০ আগস্ট শেষ হয়। গেলো বছরের ৩১ আগস্ট তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে হস্তান্তর করেন তদন্ত সংস্থা।

২০১৬ সালের ২০ জুন চারজন আসামিকে হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের তিন ঘটনায় অভিযুক্ত করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। মামলার তদন্তের দায়িত্বে ছিলেন প্রসিকিউশনের তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন।

তাদের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় আসামিরা নোয়াখালীর সুধারামে ১১১ জনকে হত্যা করে।

আরও পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রম আপিল ট্রাইব্যুনালে আজ স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস
আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর টিপু মারা গেছেন
গাজায় মানবতাবিরোধী অপরাধ বন্ধের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান বিচারপতি আবু আহমেদ
X
Fresh