• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

১৭ মানবতাবিরোধীর অভিযোগ গঠন পেছালো

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ জানুয়ারি ২০১৮, ২০:১৫

এক আসামিকে আদালতে হাজির করতে না পারায় মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের মহেশখালীর সালামত উল্লাহ খানসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পিছিয়েছে।

সোমবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল বেঞ্চ ২৬ ফেব্রুয়ারি আদেশের জন্য দিন ধার্য করেছেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর রানা দাসগুপ্ত এবং আসামিদের পক্ষে আব্দুস সোবহান তরফদার ও আব্দুস সাত্তার পলোয়ান ছিলেন।

রানা দাসগুপ্ত জানান, সোমবার অভিযোগ গঠনের আদেশের জন্য দিন ধার্য ছিল। কিন্তু গ্রেপ্তার ৫ আসামির মধ্যে রশিদ মিয়া অসুস্থ হয়ে হাসপাতালে থাকায় আজ আদেশ হয়নি।

গত বছরের ১৭ ডিসেম্বর এই মামলার অভিযোগ গঠনের শুনানি শেষে ২২ জানুয়ারি আদেশের জন্য দিন ধার্য করা হয়।

১৭ আসামি হলেন, কক্সবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও এলডিপি নেতা সালামত উল্লাহ খান, নূরুল ইসলাম, বাদশা মিয়া, ওসমান গণি এবং জামিনে থাকা বিএনপির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ রশিদ মিয়া।

পলাতক ১২ আসামি হলেন, মৌলভী মোহাম্মাদ জাকারিয়া শিকদার(৭৮), অলি আহমদ(৫৮), মো. জালাল উদ্দিন(৬৩), মোহাম্মদ সাইফুল ওরফে সাবুল(৬৩), মমতাজ আহমদ(৬০), হাবিবুর রহমান(৭০), আমজাদ আলী(৭০), মৌলভী রমিজ হাসান(৭৩), আব্দুল শুক্কুর(৬৫), মো. জাকারিয়া(৫৮), মৌলভী জালাল(৭৫) ও আব্দুল আজিজ(৬৮)।

আরও পড়ুন

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় মানবতাবিরোধী অপরাধ বন্ধের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
যুদ্ধাপরাধের মামলায় শেরপুরের তিনজনের বিরুদ্ধে রায় আজ
X
Fresh