• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

প্রধান বিচারপতি নিয়ে রিটের শুনানি ২৮ জানুয়ারি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জানুয়ারি ২০১৮, ১৩:৩১

প্রধান বিচারপতির শূন্য পদে নিয়োগের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি রোববার পর্যন্ত মুলতবি করছেন হাইকোর্ট। রিটের পরবর্তী শুনানি ২৮ জানুয়ারি।

রোববার রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে সময় আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

ইউনুছ আলী আকন্দ বলেন, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল আজ এক সপ্তাহ সময় চেয়েছেন। আদালত আগামী রোববার পর্যন্ত মুলতবি রেখেছেন। এর আগে ১৮ জানুয়ারি এই রিট আবেদন শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।

গেল ৩ জানুয়ারি প্রধান বিচারপতির পদ শূন্য থাকা এবং নতুন প্রধান বিচারপতি নিয়োগ না দেয়া কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না মর্মে রুল জারির নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টে একটি রিট আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

গেল ১০ নভেম্বর সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন প্রধান বিচারপতি এসকে সিনহা। ১৪ নভেম্বর রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করেন। এরপর থেকে প্রধান বিচারপতির পদটি শূন্য রয়েছে।

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পী সমিতির নির্বাচনের পরিবেশ নিয়ে নিপুণের মন্তব্য
গরম নিয়ে সবশেষ যে তথ্য জানাল আবহাওয়া অফিস
ইরানের হামলার পর যে সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল
ফ্লাইওভার থেকে ৫০ যাত্রী নিয়ে পড়ে গেল বাস, নিহত ৫ 
X
Fresh