• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আমার পিঠা কোথায়- এর মোড়ক উন্মোচন

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ জানুয়ারি ২০১৮, ১৯:২১

অস্ট্রেলিয়া প্রবাসী কবি ও লেখক অধ্যাপক ড. শামস্ রহমানের কাব্য গল্পগ্রন্থ ‘আমার পিঠা কোথায়’-এর মোড়ক উন্মোচন হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ষ্টাডিজ অনুষদ মিলনায়তনে ড. আব্দুল্লাহ ফারুক কনফারেন্স হলে এই মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উন্মুক্ত বিশ্বদ্যিালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আশফাক হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য, সাবেক ভারপ্রাপ্ত ডাকসু সহ-সভাপতি, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুছ। বিশেষ অতিথি ছিলেন কবি, লেখক ও অবসরপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মনজুরুর রহমান।

ভিন্ন স্বাদের এই গ্রন্থটি সব বয়সী পাঠককে আকৃষ্ট করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ড. শামস্ রহমান।

আরও পড়ুন

এসআর

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টানা ৩ দিন কোথায় কখন ঝড়-বৃষ্টি হতে পারে
একমাত্র বাঙালি জাতি যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছে : দুদু
প্রধানমন্ত্রীর নিষ্ঠা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান পরশের
গাজায় আক্রমণের সময় মানবাধিকার কোথায় থাকে: প্রধানমন্ত্রী
X
Fresh