• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শিক্ষা জাতীয়করণের এক দফা দাবি

এবার এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ জানুয়ারি ২০১৮, ১৪:২৭

বেসরকারি শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক–কর্মচারীরা। অপরদিকে, ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতেও সপ্তম দিনের মতো আমরণ অনশন করছেন শিক্ষকরা।

আজ (সোমবার) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের ডাকে এই অনশন শুরু হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববারের মধ্যে দাবি পূরণ না হওয়ায় আমরণ অনশনে যান তারা।

১০ জানুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক–কর্মচারীরা।

--------------------------------------------------------
আরও পড়ুন: উত্তরা মেডিকেলের ৫৭ শিক্ষার্থীর বিষয়ে আদেশ মঙ্গলবার
--------------------------------------------------------

আন্দোলনকারীদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন এলাকা থেকে আরো শিক্ষক-কর্মচারী এই অনশনে যোগ দিতে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দাবি পূরণের ঘোষণা না আসা পর্যন্ত তাদের অনশন চলবে।

অপরদিকে, জাতীয় প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে সপ্তম দিনের মতো আমরণ অনশন চলছে।

ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান জানান, জীবন বাজি রেখে হলেও কর্মসূচি চালিয়ে যাবেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অনশন চলবে। এই আন্দোলনে গেলো সাত দিনে মোট ১৭৭ জন শিক্ষক অসুস্থ হয়েছেন।তাদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেলার চাঁদা নিয়ে বিরোধ, মাদরাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু
নিখোঁজের ৫ দিন পর সেপটিক ট্যাংক থেকে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার
মাদরাসা বোর্ডের নতুন চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলমগীর
X
Fresh