• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিশাল পরিবর্তন আসছে ফেসবুক নিউজফিডে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ১২ জানুয়ারি ২০১৮, ১১:০১

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের নিউজ ফিডে বিশাল পরিবর্তন আনতে যাচ্ছে। এর ফলে এখন থেকে ব্যবহারকারীরা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, ব্র্যান্ড এবং মিডিয়ার খবরের চেয়ে নিজের বন্ধু-বান্ধব এবং পরিবারের লোকজনের আপডেট বেশি পাবেন। এর ফলে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্র্যান্ড ও মিডিয়া যারা এতদিন ফেসবুকের ট্রাফিকের উপর নির্ভর করে থাকত তারা ক্ষতির সম্মুখীন হবে। খবর বাজফিড নিউজের।

সম্প্রতি ফেসবুকের গবেষণায় দেখা গেছে, মানুষ ফেসবুকে সময় কাটাতে এসে অহেতুক বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন, বিভিন্ন খবরের ভারে আক্রান্ত হয়ে পড়েন। তাছাড়া ভিডিও বা অন্যান্য কনটেন্ট যতই শিক্ষামূলক বা বিনোদন ভরপুর হোক না কেন, সেটা ব্যবহারকারীদের আরও একাকী করে তোলে। তাই ফেসবুক এমন একটি নিউজ ফিড আনার চেষ্টা করছে যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের বন্ধু, পরিজন ও বিভিন্ন গ্রুপে মানুষের সাথে আরো বেশি ব্যক্তিগত যোগাযোগ রক্ষা করতে পারে।

বৃহস্পতিবার বিকালে ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ এক ফেসবুক পোস্টে তার এ নতুন পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, আপনি যাতে যথাযথ কনটেন্ট খুঁজে পেয়ে অনেক বেশি অর্থবহ সামাজিক যোগাযোগ বজায় রাখতে পারেন, সে লক্ষ্যে রিসার্চের উপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরো জানান, এই সিদ্ধান্তের ফলে ফেসবুক যে ধারনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে তা নড়বড়ে হয়ে যাবে। কিন্তু কিছু করার নেই। তিনি ব্যবহারকারীরা যাতে যতটুকু সময়ই ফেসবুকে কাটান সেটি যেন অনেক ভালোভাবে কাটান সে প্রত্যাশা করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, ফেসবুক যেন মানুষ শুধুই মজা করার জন্য ব্যবহার না করেন, মানুষের সত্যিকারের ভালো যাতে ফেসবুকের মাধ্যমে হয় সেটিও খেয়াল রাখতে হবে।

তবে ফেসবুকের এ নতুন নিউজ ফিড পুরোপুরিভাবে কার্যকর হতে আরো কয়েক মাস লেগে যাবে।

২০১৬ সালে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের নির্বাচনে ফেসবুকে অসংখ্য মিথ্যাচারপূর্ণ কনটেন্ট আর ছবি প্রকাশের পর ফেসবুককে নিয়ে সমালোচনার ঝড় উঠে। বিশেষ করে রাশিয়া ও ক্রেমলিন ভিত্তিক অসংখ্য ভুয়া ট্রল ছাড়ার ফলে সেটা নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করে বলে ধারনা করা হচ্ছে। এর ফলেই ফেসবুক এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিশেষজ্ঞদের অভিমত।

কেএইচ/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
তীব্র গরমে ফেসবুকে ভাইরাল আবুল খায়েরের সেই বিজ্ঞাপন!
রাজধানীতে ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা
ফেসবুকে হারানো বিজ্ঞপ্তি দিয়ে মাকে খুঁজছে মেয়ে, ফারাজ করিমের পোস্ট
X
Fresh