• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফোরজি তরঙ্গ : হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত

অনলাইন ডেস্ক
  ১১ জানুয়ারি ২০১৮, ১৭:৫৫

ফোরজি লাইসেন্স আবেদন এবং তরঙ্গ নিলামে হাইকোর্টের স্থগিতাদেশ আসার আড়াই ঘণ্টা পর এ আদেশ স্থগিত করলেন আপিল বিভাগের চেম্বার আদালত।

বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের চেম্বার আদালত তা স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। রোববার এর ওপর শুনানি হবে।

বিটিআসির পক্ষে চেম্বার আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, তবে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। অন্যদিকে, বাংলা লায়নের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুব আলী।

ফোরজি লাইসেন্স আবেদন ও তরঙ্গ নিলামের সময়সূচি ঘোষণা করেছিল টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সেসময় আপত্তিও করেছিল অপারেটররা।