• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশিদের প্রশংসায় মালয়েশিয়া উপ-প্রধানমন্ত্রী

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি

  ০৭ অক্টোবর ২০১৬, ০৯:০৪

মেধা, কঠোর পরিশ্রম আর সততার বদৌলতে বিশ্বের বিভিন্ন স্থানে থাকা প্রবাসী বাংলাদেশিরা নিজেদের অবস্থান সুসংহত করেছে। তাই ইউরোপ, আমেরিকা এবং এশীয় অঞ্চলের বেশিরভাগ দেশেই বাংলাদেশি শ্রমিকদের চাহিদা দিনে দিনে বাড়ছে। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশি শ্রমিকরা প্রশংসা কুড়ালেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী জাহিদ হামিদির।

গেলো রোববার মালয়েশিয়ার ইপো শহরে এক সংবাদ সম্মেলনে জাহিদ হামিদি বললেন, সম্প্রতি আমি ছুটিতে বিদেশে যাই। সেখানকার একটি মলে বাংলাদেশি এক বিক্রেতা আমাকে দেখার পর অনর্গল মালয়েশিয়ান ভাষায় কথা বলা শুরু করলো। আমি তাকে জিজ্ঞেস করলাম কীভাবে তুমি মালয় ভাষায় কথা বলছো? সে আমাকে জানায়- মালয়েশিয়ায় আমি আড়াই বছরের মতো কাজ করেছি। তাই মালয়েশিয়ান ভাষার প্রতি আমার মনযোগটা এখনো রয়েই গেছে।

গত বছরের ৫ নভেম্বর মালয়েশিয়ার সংসদ অধিবেশনে বাংলাদেশি শ্রমিক নিয়োগ নিয়ে বিরোধীদের সমালোচনা খণ্ডনের সময় উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি বলেছিলেন, বাংলাদেশিরা অন্যদের চেয়ে বিশ্বস্ত এবং আস্থাভাজন।

উদাহরণ স্বরূপ তিনি বলেন, ক্যাশ কাউন্টার ও পেট্রোল স্টেশনের দায়িত্ব তাদের হাতে দিয়ে নিশ্চিন্তে থাকা যায়।

এস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh