• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ায় অদ্বৈত সম্মাননা পেলেন সাহাবউদ্দিন বাদল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ জানুয়ারি ২০১৮, ১৮:০৫
ছবি: সম্মাননা গ্রহণ করছেন সাহাবউদ্দিন বাদল।

ব্রাহ্মণবাড়িয়া অদ্বৈত সম্মাননা প্রদানের মধ্য দিয়ে শেষ হয়েছে তিনদিন ব্যাপী অদ্বৈতমেলা- ২০১৮। নন্দিত কথাসাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের জন্মবার্ষিকী উপলক্ষে গত ১-৩ জানুয়ারি এই মেলা অনুষ্ঠিত হয়।

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে বুধবার রাতে মেলার সমাপনী আয়োজনে অদ্বৈত গবেষক অধ্যাপক শাহাবউদ্দিন বাদলকে সম্মাননা প্রদান করা হয়।

জেলা পুলিশের সহায়তায় এসময় অদ্বৈত মেলার আয়োজক তিতাস আবৃত্তি সংগঠন সাহাবউদ্দিন বাদলকে সম্মানী, ফুলের তোড়া, সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় প্রদান করে।

লেখক হরিশংকর জলদাসের সভাপতিত্বে ও তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক বাছির দুলালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন তথ্য, প্রযুক্তি ও যোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক।

স্বাগত ভাষণ দেন সংগঠনের পরিচালক মো. মনির হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমান পিপিএম, সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন, কবি পিয়াস মজিদ, ত্রিপুরার গল্পকার পারিজাত দত্ত।

সমাপনী অনুষ্ঠানে ভারতের ত্রিপুরা রাজ্যের বাচিকশিল্পী স্মিতা ভট্টাচার্য, শাওলী রায়, নিলোৎপল গোস্বামী, অনির্বান চক্রবর্ত্তী আবৃত্তি পরিবেশন করেন। লোকসঙ্গীত পরিবেশন করেন কন্ঠশিল্পী ফারুক আহমেদ পারুল, আসিফ ইকবাল, শাহজাহান মিয়া, নবনীতা রায় বর্মণ, সোহাগ রায়, মায়া চক্রবর্তী।

এর আগে সকালে অনুষ্ঠিত হয়েছে চারটি গ্রুপে সদ্য প্রয়াত কন্ঠশিল্পী জুমানা কামাল স্মারক লোকগানের প্রতিযোগিতা। মেলার সমাপনী ঘোষনা করেন প্রবীণ সংস্কৃতিসেবী, নারী সংগঠক নন্দিতা গুহ।

পিআর/এসজে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh