• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীর আয়তন বাড়লেও বাড়ছে না পয়ঃনিষ্কাশন ব্যবস্থা

মুক্তা মাহমুদ, আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ অক্টোবর ২০১৬, ১২:২২

রাজধানীর আয়তন বাড়লেও বাড়ছে না স্যুয়ারেজ নেটওয়ার্ক বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। ওয়াসা জানালো, পুরো রাজধানীকে স্যুয়ারেজ ব্যবস্থার আওতায় আনা ব্যয়বহুল। অন্যদিকে, সেবামূলক সংস্থা ওয়াসাকে ‘অকর্মণ্য’ বললেন বিশেষজ্ঞরা।

ঢাকা ওয়াসার তথ্য অনুযায়ী, আড়াই কোটি বাসিন্দার এ রাজধানীতে মাত্র ২২ থেকে ২৫ শতাংশ এলাকা স্যুয়ারেজ নেটওয়ার্কের আওতায়।

ওয়াসার এমন সীমাবদ্ধতার কারণে পাশের সারফেইস ড্রেনই অনেক বাড়ির স্যুয়ারেজ ব্যবস্থা। আর যাদের বাড়ি খালের পাড়ে তাদের তো সোনায় সোহাগা। পয়ঃবর্জ্য সরাসরি পাইপ দিয়ে খালে।

বিশেষজ্ঞরা মনে করেন, দিনে দিনে পয়ঃনিষ্কাশন সমস্যা বেড়েই চলেছে।

ওয়াসা বলছে, এতো বড় শহরের পুরোটাই স্যুয়ারেজ নেটওয়ার্কের আওতায় আনা ব্যয়বহুল।

নগরবিদরা মনে করেন, সোককিট কোনো সমাধান নয়।সমস্যা সমাধানে ওয়াসার মাস্টার প্ল্যান অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তারা।

ডিএইচ/আরএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh