• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

হাসনাত ও তাহমিদকে অব্যাহতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ অক্টোবর ২০১৬, ১১:৪১

গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক তাহমিদ খান ও হাসনাত করিমকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম মো. নূর নবী শুনানি শেষে এ আদেশ দেন।

দু’জনকে ৫৪ ধারা থেকে অব্যাহতি দেয়া হলেও হাসনাত করিমকে গুলশান থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলায় আটক রাখা হয়েছে।

তাহমিদের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, গুলশান হামলায় ৫৪ ধারায় আটক আসামিদের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা কোনও অভিযোগ পাননি, তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবীর তাদের অব্যাহতির আবেদন করেছেন, তাই এ অব্যাহতির আবেদন আদালত মঞ্জুর করেছেন।

গেলো ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। পরে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানে ৫ হামলাকারীসহ ৬জন নিহত হন।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh