• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আগামীকাল ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ ডিসেম্বর ২০১৭, ২১:২৫

আগামীকাল শুক্রবার ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারাদেশে মোট ২৮৩টি কেন্দ্রে একযোগে সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন(পিএসসি)।

পিএসসি সূত্রে জানা গেছে, ৩৮তম বিসিএস প্রিলিমিনারিতে তিন লাখ ৪৬ হাজার ৫৩২ প্রতিযোগী অংশ নেয়ার কথা রয়েছে। দেশের মোট ২৮৩ কেন্দ্রের মধ্যে ঢাকায় আছে ১৬২টি। সাত বিভাগের পাশাপাশি এবার নতুন বিভাগ ময়মনসিংহেও পরীক্ষা নেয়া হবে।

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রতিটি খাতা দুজন পরীক্ষক মূল্যায়ন করবেন। তাদের নম্বরের ব্যবধান ২০ শতাংশের বেশি হলে তৃতীয় পরীক্ষকের কাছে খাতা পাঠানো হবে। এবার থেকে বাংলাদেশ বিষয়াবলীর ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় আলাদা করে মুক্তিযুদ্ধ বিষয়ে ৫০ নম্বরের প্রশ্ন রাখা হবে।

এই পরীক্ষার বিষয়ে পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক জানান, সব অনিয়ম এড়াতে আমরা সর্তক আছি। ৩৮তম বিসিএসে সর্বোচ্চ আবেদনকারী হওয়ায় প্রিলিমিনারি পরীক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।

সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে পিএসসির সদস্যসহ সকল কর্মকর্তা কেন্দ্র পরিদর্শনে থাকবেন। আগের চাইতে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে এসব ব্যবস্থা নেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

কে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি কবে, বিজ্ঞপ্তি দিয়ে জানাল পিএসসি
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নির্ধারণ
৪৬তম বিসিএস প্রিলির প্রবেশপত্র ডাউনলোড শুরু
কবে হতে পারে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা
X
Fresh