• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

রানা হত্যায় ৪ জনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ডিসেম্বর ২০১৭, ১৪:৪২

রাজধানীর ডেমরায় যুবক রানা হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড ও দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার-৪ এর বিচারক আব্দুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মাসুদ, আলামিন ওরফে আলম, শফিকুল ইসলাম ওরফে রবিন ও জাহাঙ্গীর হোসেন। তারা চারজনই পলাতক রয়েছেন।

বাবলা ও মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডও দেয়া হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, রানা ও আসামিরা বন্ধু ছিলেন। চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। ২০০৯ সালের ৯ জানুয়ারি রানাকে আসামিরা ডেমরা থানার শুন্যটেংরা গ্রামের আব্দুল হালিমের বাসায় ডেকে নিয়ে যায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে তার গলা ও নাভির উপরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই রানার মৃত্যু হয়।

৯ জানুয়ারি ডেমরা থানার উপপরিদর্শক আবুল কালাম ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন তিনি।

মামলায় মাসুদ ও আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তারা অপর আসামিদের নাম উল্লেখ করেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
শিশু হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড 
চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
X
Fresh