• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সিঙ্গাপুরের রাস্তায় চালকবিহীন গাড়ি

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫৩

চালকবিহীন যান আনতে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিঙ্গাপুর। এর অংশ হিসেবে এবার পরীক্ষা নিরীক্ষার জন্য রাস্তায় চালকবিহীন ট্যাক্সি ছাড়ল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। এতে সব শ্রেণি-পেশার মানুষ চড়তে পারবেন।

বৃহস্পতিবার সিএনবিসি জানিয়েছে, এই প্রথম বিশ্বের কোনো দেশ পরীক্ষামূলকভাবে সবার জন্য চালকবিহীন গাড়ি উন্মুক্ত করলো।

ট্যাক্সিটির উন্নয়নে কাজ করেছে ম্যাসাচুসেটসভিত্তিক পরিবহন সফটওয়ার ফার্ম নুটোনোমি। সিঙ্গাপুরের বাণিজ্যিক জেলায় গাড়িটির নিরীক্ষামূলক কার্যক্রম পরিচালনাও করবে ফার্মটি। বৃহস্পতিবার থেকেই এর কার্যক্রম শুরু হচ্ছে। এটি দেখতে অনেকটা রেনাল্ট ও মিটসুবিশি মডেলের মতো। প্রাথমিকভাবে নির্ধারিত কিছু সংখ্যক সিঙ্গাপুরবাসী গাড়িটিতে চড়তে পারবেন।

নুটোনোমির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কার্ল লেগনেম্মা বলেন, গাড়িটি আদৌতে সবার জন্য উন্মুক্ত করা যায় কি-না তা যাচাই করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। প্রাথমিকভাবে গাড়িটিতে চড়া মানুষগুলোর কাছ থেকে সাড়া পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবা হবে।

তিনি আরো বলেন, এর ওপর আমাদের পরিশ্রমের স্বার্থকতা-ব্যর্থতা নির্ভর করছে। আমরা আশা করছি, ২০১৮ সালের মধ্যে চালকবিহীন গাড়ি বাজারে ছাড়তে সক্ষম হবো।

এম

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh