• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাঁকানো ডিসপ্লের স্মার্টফোন আনছে স্যামসাং

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩৭

ভবিষ্যতে বাঁকানো ডিসপ্লেযুক্ত আরো স্মার্টফোন বাজারে ছাড়তে চায় টেক জায়ান্ট স্যামসাং। এ লক্ষ্যে ফ্ল্যাট স্ক্রিনের বদলে এ ধরণের ফোন তৈরিতে কাজ করছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।

গেল সপ্তাহে নিউইয়র্কে কোরিয়া হেরাল্ডকে দেয়া সাক্ষাৎকারে স্যামসাংয়ের মোবাইল ব্যবসার প্রধান কোহ ডং-জিন এ ইঙ্গিত দেন।

তিনি বলেন, গ্যালাক্সি এস স্মার্টফোনের পরিচিতি হিসেবে বাঁকানো ডিসপ্লে ব্যবহারের চিন্তাভাবনা করছে স্যামসাং। এতে গ্রাহকদের ব্যবহারবান্ধব ফাংশন ব্যবহারে ভিন্ন স্বাদ দিতে সক্ষম হবে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, ফোন ব্যবসায় গতি আনতে এ উদ্যোগ নিল স্যামসাং। গ্যালাক্সির নতুন সংস্করণ এস ৮-এ দুদিকেই বাঁকানো ডিসপ্লে থাকতে পারে। এটি আসছে বছর উন্মুক্ত হবে।

২০১৪ ও ২০১৫ সালে অল্প সংখ্যক বাঁকানো ডিসপ্লেযুক্ত স্মার্টফোন বাজারে ছাড়ে স্যামসাং। এতে ভোক্তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায় প্রতিষ্ঠানটি।

এম

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh