• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশে আসছে নারী রোবট সোফিয়া

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ নভেম্বর ২০১৭, ২০:২৬

বাংলাদেশে আসছে হংকংয়ের কোম্পানি হ্যানসন রোবটিক্সের তৈরি নারী রোবট সোফিয়া। আগামী ৫ ডিসেম্বর রাত ১২টায় বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে রোবটটির।

পরের দিন অর্থাৎ ৬ ডিসেম্বর অনুষ্ঠেয় ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হবে ইংরেজিতে কথা বলা রোবটটি। এসময় উপস্থিত থাকবেন রোবটটির নির্মাতা ড. ডেভিড হ্যানসন।

সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বরাত দিয়ে এসব কথা জানিয়েছে বিবিসি।

জুনায়েদ আহমেদ পলক বিবিসিকে বলেন, সোফিয়াকে নিয়ে আমাদের দুটি সেশন থাকবে। প্রথম সেশনে আমাদের পলিসি মেকার ও সাংবাদিক এবং দ্বিতীয় সেশনে তরুণ অ্যাপ ডেভেলপার, গেম ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার ও উদ্ভাবকদের সঙ্গে রোবটটির ইন্টার‌্যাকশনের ব্যবস্থা করা হবে।