• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গাফফার চৌধুরী অসুস্থ, ১৯ দিন ধরে হাসপাতালে

অনলাইন ডেস্ক
  ২৭ নভেম্বর ২০১৭, ১৩:০৬

'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানের রচয়িতা বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী গুরুতর অসুস্থ। যুক্তরাজ্যপ্রবাসী ৮৩ বছর বয়সী গাফফার চৌধুরী বর্তমানে দেশটি একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। এ তথ্য জানিয়েছেন তার মেয়ে বিনীতা।

বিনীতা জানান, গত ১৯ দিন ধরে মিডলসেক্সের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তার বাবা।

তিনি জানান, সংজ্ঞা হারানোয় গতকাল (রোববার) একবার এমআরআই করা হয়েছে গাফফার চৌধুরীর। চিকিৎসকরা বলেছেন, এমআরআই প্রতিবেদন দেখে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন।

গাফফার চৌধুরী তার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

জানা গেছে, হাসপাতালে ভর্তির পর অবস্থার কিছুটা উন্নতি হলেও শ্বাসকষ্টের কারণে তিনি কথা বলতে পারছেন না খুব একটা। গাফফার চৌধুরীর ডায়াবেটিস ছাড়াও শ্বাসযন্ত্রের জটিলতা রয়েছে।

১৯৭৪ সাল থেকে তিনি লন্ডনে প্রবাস জীবন শুরু করেন। এরপর মাঝে মধ্যে দেশে আসলেও বেশি সময় ওখানেই কাটান।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh