• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অভিজিৎকে হত্যার সন্দেহে আরেক জঙ্গি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ নভেম্বর ২০১৭, ২১:০৫

লেখক অভিজিৎ রায় হত্যায় জড়িত সন্দেহে আনসার উল্লাহ বাংলা টিমের গোয়েন্দা শাখার প্রধান মোজাম্মেল হোসেনকে(২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার কাউন্টার টেররিজম পুলিশের একটি ইউনিট ঢাকার বাইরে থেকে তাকে গ্রেপ্তার করে বলে এদিন বিকেলে রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়।

ডেপুটি পুলিশ কমিশনার মাসুদুর রহমান রয়টার্সকে বলেন, সিটিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোজাম্মেলকে শনাক্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে অভিজিৎ হত্যায় মোজাম্মেল অংশগ্রহণ করেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিজিৎ হত্যা ছাড়া আরো চার সেক্যুলার অ্যাক্টিভিস্ট হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ওই প্রতিবেদনে বলা হয়, পুলিশের হেফাজতে থাকায় মোজাম্মেলের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এ মাসের শুরুতে অভিজিৎ হত্যায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় বইমেলা থেকে বাড়ি ফেরার সময় সোহরাওয়ার্দী উদ্যানের রাজু ভাস্কর্য সংলগ্ন গেটে দুষ্কৃতকারীদের দ্বারা আক্রান্ত হন অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা।

অভিজিতের মাথায় ও তার স্ত্রী কাঁধে ধারালো চাপাতি দিয়ে আঘাত করে দুষ্কৃতকারীরা। উভয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে মারা যান অভিজিৎ। তবে বেঁচে যান বন্যা।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার
X
Fresh