• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ডিএসসি পুরস্কার পেলেন শ্রীলংকান সাহিত্যিক অনুক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ নভেম্বর ২০১৭, ১৪:০৬

বাংলা একাডেমি প্রাঙ্গণ গত তিন দিনই মুখর ছিল দেশি-বিদেশি সাহিত্যিকদের পদচারণায়। গত ১৬ নভেম্বর শুরু হয় ‘ঢাকা লিট ফেস্ট’। এই আয়োজনের পর্দা নামলো ১৮ নভেম্বর সন্ধ্যায়।

আবদুল করিম সাহিত্য বিশারদ মঞ্চে সকাল ১০টায় শুরু হয় সমাপনী দিনের প্রথম আয়োজন। ‘ওমেন আর্ট অ্যান্ড পলিটিক্স’ শীর্ষক আলোচনায় বি রোলেটের সঞ্চালনায় অংশ নেন এস্থার ফ্রয়েড, নন্দনা সেন, বিগো চৌল ও সাদাফ সায্‌।

ব্রিটিশ লেখক জন বার্জারকে সম্মাননা জানালেন তারই বন্ধু অস্কারজয়ী অভিনেত্রী টিলডা সুইন্টন। চলতি জানুয়ারি মাসে মৃত্যুবরণ করেন জন বার্জার। তাকে নিয়ে নির্মিত ডকুমেন্টারি ‘দ্য সিজন্স ইন কুইন্সি; ফোর পোর্ট্রেইটস অব জন বার্জার’ দেখানো হয়।

‘কলমকে কেন এত ভয়’ শীর্ষক সেশনে অংশ নেন লেখক আহমাদ মোস্তফা কামাল, সাংবাদিক ও লেখক মাহবুব আজিজ। এছাড়া উইলিয়াম ডালরিম্পল রচিত কোহিনূর: দ্য হিস্টোরি অব দ্য ওয়ার্ল্ড’স মোস্ট ইনফেমাস ডায়মন্ড বইয়ের গল্প নিয়ে স্টোরি অব কোহিনুর শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সাদাফ সায্‌ সিদ্দিকী।