• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সেলফি না কিলফি?

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ নভেম্বর ২০১৭, ১২:৫৯

সাম্প্রতিক সময়ে সেলফি একটি চর্বিত চর্বণ। সেলফি শব্দটা এতটাই জনপ্রিয় হয়েছে অক্সফোর্ড ডিকশনারিতেও ঢুকে গেছে এটা। কিন্তু সেলফি কি শুধু আত্মকেন্দ্রিক? কেননা এই সেলফি তুলতে গিয়েই বহু মানুষ মারা গেছে। তাই এবার সেলফির বিরুদ্ধে প্রচারে নামার পরিকল্পনা করছে ভারতের কর্ণাটক প্রদেশ। তারা যেটিকে ‘কিলফি’ হিসেবে অভিহিত করেছেন।

‘সেলফি মৃত্যুর কারণ হতে পারে’ এমন একটি বিষয়কে সামনে রেখে তারা এই প্রচারণার পরিকল্পনা করেছে।

সাম্প্রতিক মাসগুলোতে ব্যাঙ্গালুরুতে চারজন শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার পর প্রদেশটির কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিলো।

গেলো সেপ্টেম্বরে জনা বিশেকের বেশি শিক্ষার্থী ব্যাঙ্গালুরুতে একটি মন্দিরে ঘুরতে যায়।

১৯৩২ সালে নির্মিত ওই মন্দিরটি তীর্থযাত্রী এবং আশপাশে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছেও বেশ জনপ্রিয়।

ভারতীয় সেনাবাহিনীর এনসিসি ক্যাডেট কর্পোসের ওই শিক্ষার্থীরা সারা সকাল মন্দিরের উঠান পরিষ্কার করে। দুপুরের দিকে রোদে তীব্রতা বাড়লে তারা মন্দিরের পুকুরের গোসল করার সিদ্ধান্ত নেয়।

তারা সবাই আনন্দ করছিল, হাসছিল, চিৎকার-চেঁচামেচি করছিল এবং সেলফি তুলছিল। কিন্তু দুপুরের সেই আনন্দঘন হৈহুল্লুড়ে মুহূর্ত দিন শেষে আর থাকেনি। কেননা ওই পুকুরের ১৫ ফুট নিচে ডুবে মারা যায় তাদেরই এক সহপাঠী। যাকে পরে বিশ্বাস জি নামে চিহ্নিত করা হয়।

ওই শিক্ষার্থীরা যে সেলফি তুলেছিল সেগুলোর একটিতে দেখা যায়, তাদের পেছনে একজন ডুবে যাচ্ছে। কিন্তু সবাই ক্যামেরার দিকে তাকিয়ে থাকায় সেটি কেউ খেয়াল করতে পারেনি।

এক ঘণ্টা পর তার সহপাঠীরা বুঝতে পারে যে বিশ্বাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে পুলিশ ও স্থানীয়রা মিলে বিশ্বাসের মৃতদেহ উদ্ধার করে।

এর কয়েক সপ্তাহ পর ওই মন্দির থেকে গাড়িতে এক ঘণ্টার দূরত্বে এক রেললাইনের ওপর সেলফি তুলতে গিয়ে নিহত হয় তিন কিশোর।

স্থানীয় একটি কলেজের ছাত্র শরদ গৌডা বলেন, সকালে আমার কাজিনকে স্কুলে দিয়ে আসার সময় পুরো এলাকাই ফাঁকা ছিল। কিন্তু আধ ঘণ্টা পর যখন আমি ফিরে আসছিলাম তখন দেখলাম শতাধিক মানুষের জটলা।

তিনি বলেন, চারদিকে ওই কিশোরদের ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে থাকতে দেখলাম। কিছু মানুষ বলছিল তারা রেললাইনের ওপর শুয়ে সেলফি তুলছিল। তাই ট্রেনের আসা দেখতে পায়নি তারা।

ওই কিশোরদের একজন জন্মদিন ছিল সেদিন, বলেন গৌডা।

ওই দুই ঘটনার পর নড়েচড়ে বসে কর্ণাটক সরকার। মূলত এরপর থেকেই তারা সেলফির বিষয়ে সচেতনতা সৃষ্টিতে প্রচারণা তৈরির পরিকল্পনা করে।

কর্ণাটকের পর্যটনমন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে বলেন, আমরা ১১টি জেলার বিভিন্ন পর্যটন সাইটে নতুন সাইন লাগানোর কাজ করছি।

এসব সাইনে সেলফি মৃত্যুর কারণে হতে পারে এমন কথা লেখা রয়েছে। আমরা শিগগিরি একটি ক্যাম্পেইন শুরু করবো যেটিকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রচার চালানো হবে।

ভারতে একশ কোটি দশ লাখ মোবাইল ফোন গ্রাহক রয়েছে। যাদের মধ্যে ৩০ কোটি মানুষের হাতে রয়েছে স্মার্টফোন।

বিশেষজ্ঞরা বলছেন, তরুণরা সেলফি নিয়ে এতটাই পাগলপ্রায় যে একটি নিখুঁত সেলফি তোলার জন্য যেকোনো বিপদ মাথায় নিতে রাজি তারা।

সাম্প্রতিক একটি গবেষণায় জানা গেছে, সেলফি সংক্রান্ত মৃত্যুর হারের দিক দিয়ে ভারতের অবস্থান শীর্ষে।

এ/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মক্কায় ফেরদৌসকে ঘিরে সেলফি তোলার হিড়িক
জিতুর সঙ্গে সেলফি, মিথিলাকে নিয়ে নতুন গুঞ্জন
মুখ লুকিয়ে ভক্তদের সঙ্গে শাহরুখের অশোভন আচরণ (ভিডিও)
X
Fresh