• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

শুক্রবার থেকে জোড় ইজতেমা

টঙ্গী প্রতিনিধি

  ১৬ নভেম্বর ২০১৭, ১৭:৪৩
ফাইল ছবি

টঙ্গীতে দুই পর্বের বিশ্ব ইজতেমা আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। প্রতিবছর বিশ্ব ইজতেমার শুরুর কমপক্ষে ৪০দিন আগে টঙ্গীতে জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়।

ইজতেমার চিল্লাবদ্ধ দেশ-বিদেশের মুসুল্লিরা টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে জোড় ইজতেমায় অংশ নেন। এবার শুক্রবার বাদ ফজর থেকে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু হবে। মঙ্গলবার বাদ জোহর মোনাজাতের মধ্য দিয়ে জোড় ইজতেমা শেষ হবে।

বিশ্ব ইজতেমার তত্ত্বাবধায়ক প্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, এ জোড় ইজতেমায় দেশ-বিদেশের দুই লাখ মুসুল্লিরা যোগ দিবে।

তিনি আরো জানান, জোড় ইজতেমায় ঈমান-আমলসহ ইসলামের বিভিন্ন বিষয়ে পরামর্শ ও তালিম দেয়া হয়। পরে সবাই ইজতেমার দাওয়াতি কাজে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যান এবং বিশ্ব ইজতেমা শুরুর আগে ফের টঙ্গীর ইজতেমা ময়দানে যোগ দেন।

এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ২০১৮ সালের ১২-১৪ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৯-২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতি সভায় গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহম্মদ হুমায়ুন কবীর সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহম্মদ হুমায়ুন কবীর বলেন, আসন্ন বিশ্বইজতেমার পবিত্রতা সমুন্নত রেখে সুষ্ঠু, সুন্দর ও সু-শৃঙ্খলভাবে সকল কার্যক্রম শেষ করতে সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এজন্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের যথাসময়ে তাদের কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সভায় বিশ্ব ইজতেমা সফলভাবে সম্পন্ন করার জন্য ময়দানের উন্নয়ন কর্মকাণ্ডসহ নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

দুই পর্বে বিশ্ব ইজতেমায় মুসুল্লিদের সার্বিক নিরাপত্তার পাশাপাশি অজু গোসল, থাকা খাওয়া এবং অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও বিদেশী মেহমানদের আশা যাওয়া ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয় সভায়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টঙ্গীতে আগুনে পুড়ল খাদ্যপণ্যের ১২ গুদাম
টঙ্গীতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
গাজীপুরের টঙ্গীর স্টিল মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন
টঙ্গীতে ৭ তলা ভবনে আগুন, দগ্ধ ৬
X
Fresh