• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেয়র খোকনের শাস্তি চেয়ে দুটি মামলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ নভেম্বর ২০১৭, ১৫:৩১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে ২টি মামলা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম মাজহারুল হকের আদালতে মানহানির একটি মামলা দায়ের করা হয়।

এছাড়া চতুর্থ সহকারী জজ আদালতে মানহানির ক্ষতিপূরণ চেয়ে অপর মামলাটি দায়ের করা হয়েছে।

মমতাজ উদ্দিন নামে এক ব্যক্তি মামলাগুলো দায়ের করেন।

বাদির অভিযোগ, মেয়রের শাস্তি চেয়ে বাদী মমতাজ উদ্দিন ঢাকার মুখ্য মহানগর হাকিম মাজহারুল হকের আদালতে আবেদন করেন।

বাদীর আইনজীবী এখলাস উদ্দিন ভূইয়া বলেন, মামলার বাদী মমতাজ উদ্দিনের আনন্দবাজারে একটি জায়গা আছে। ওই জায়গায় আদালতের ‘স্থিতি অবস্থা’র আদেশ থাকা শর্তেও সাঈদ খোকন বাদীকে ভয়ভীতি দেখিয়ে উচ্ছেদের হুমকিসহ অপমান করেন।

এ কারণে তিনি মেয়রের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার ২টি মানহানির মামলা করেন।

তিনি আরো বলেন, চতুর্থ সহকারী জজ আদালত মামলাটি আমলে নিয়ে মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে সমন জারি করেছেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh