• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঢাবি’র ভর্তিযুদ্ধ শুরু

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১২:২৭

দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়-ঢাবিতে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তিযুদ্ধ শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়। এবারের ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে নজরদারি করছে ভ্রাম্যমাণ আদালত।

‘খ’ ইউনিটের ২হাজার ২শ’ ৪১ আসনের বিপরীতে এবার ৩৪ হাজার ৬শ’ ৬ জন ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। যেখানে এক আসনের বিপরীতে আছেন ১৬ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বাইরে মোট ৭৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা হচ্ছে। ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলোর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, গার্হ্যস্থ অর্থনীতি কলেজ, ঢাকা সিটি কলেজ, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বদরুন্নেছা মহিলা কলেজ।

শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে সাধারণ জ্ঞান অংশের ভর্তি পরীক্ষা হবে। ওই পরীক্ষা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের মোট ১শ’ ২৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। চ-ইউনিটে ১শ’ ৩৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১০ হাজার ২শ’ ৪৩ জন।

এছাড়া ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর (শুক্রবার), ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ অক্টোবর (শুক্রবার), ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর (শুক্রবার) এবং ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অঙ্কন ১ অক্টোবর (শনিবার)।

ব্যাংকে টাকা জমা দেয়ার তথ্য অনুযায়ী এ বছর সবকটি ইউনিটে আবেদনকারীর সংখ্যা দুই লাখ ৮৬ হাজার ৪৮৩ জন। ভর্তি পরীক্ষার সিট-প্ল্যানসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানিয়ে দেয়া হয়েছে।

কে/

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh