• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘মেধা অন্বেষণ-২০১৭’ আদমজী ক্যান্টনমেন্ট কলেজে অনুষ্ঠিত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ নভেম্বর ২০১৭, ২২:৪৬

পাঠ্য শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা বাড়াতে অনুষ্ঠিত হল মেধা অন্বেষণ-২০১৭।

সম্প্রতি ঢাকা সেনানিবাসে অবস্থিত আদমজী ক্যান্টনমেন্ট কলেজ প্রাঙ্গণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কলেজের ৪টি হাউজ এবং প্রায় ১৫ টি সহশিক্ষামূলক ক্লাব। যাতে ৬০টি বিভাগে প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

কলেজের ৪টি হাউজের মধ্যে প্রথম হয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ হাউজ। গ্রফিক্সে প্রথম স্থান লাভ করে ইমতিয়াজ ইমদাদ। এছাড়াও রবীন্দ্র সঙ্গীতে তাঈফ আজাদ এবং পাবলিক স্পিকিং এ লুবাবা মেহজাবিন ফটো স্টোরিতে আহনাফ তাজওয়ার রহমান প্রথম স্থান লাভ করে। মডেল ইউনাইটেড ন্যাশন এর বেস্ট ডেলিগেট হন কাজী নাজিয়া, নায়লা তাসনিমা।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চীফ মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার। এছাড়া আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলীসহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাসব্যাপী প্রতিযোগিতার উপর কলেজ ফটোগ্রাফি ক্লাবের তৈরি করা একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh