• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢামেকে ডাক্তারদের বিক্ষোভ, চিকিৎসাসেবা বন্ধ

অনলাইন ডেস্ক
  ৩১ অক্টোবর ২০১৭, ১১:৩৫

কর্মস্থলে নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিক্ষোভ করছেন ইন্টার্ন চিকিৎসাকরা। বন্ধ রয়েছে চিকিৎসাসেবা বন্ধ। ইনডোর ও আউটডোরের প্রবেশপথের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে চিকিৎসা নিতে আসা শত শত রোগী চরম দুর্ভোগে পড়েছেন।

আজ (মঙ্গলবার) সকাল ১০টা থেকে চিকিৎসকরা এ অবস্থান নেন।

এছাড়া তারা নতুন ভবনের নিউরোমেডিসিন ও ফিজিক্যাল মেডিসিন বিভাগেও রোগী দেখা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা।

গেলো রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ওই রোগীর স্বজনেরা ডাক্তারদের মারধর করে।

ওই ‘হামলার’ ঘটনায় জরুরি সেবা বন্ধ করে দেন চিকিৎসকরা। বিকেল ৫ টার দিকে আবার সেবা শুরু হয়।

এ ঘটনায় ডাক্তার, নার্স ও আনসারসহ ৭ জন আহত হন। পরে হাসপাতালের জরুরি বিভাগের গেট বন্ধ করে ডাক্তার ও আনসার সদস্যরা ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেন।

এই ঘটনার প্রতিবাদ, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত ও ভিজিটর কার্ড ছাড়া বহিরাগতের প্রবেশে নিষেধাজ্ঞার দাবিতে আন্দোলন করছেন চিকিৎসকরা।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে সোহেল রানা
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ : মৃত্যু বেড়ে ১২
নির্মাণাধীন ভবন থেকে পাইপ পড়ে প্রাণ গেলো যুবকের
X
Fresh