• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

গুগল লোকাল গাইড কমিউনিটি অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ অক্টোবর ২০১৭, ১৩:২৫

‘গুগল লোকাল গাইড কমিউনিটি অ্যাওয়ার্ড-২০১৭’ জিতেছে বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি। ১৬ ক্যাটাগরিতে প্রতি বছর গুগল লোকাল গাইড অ্যাওয়ার্ড দেয়া হয়। এবার বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি জিতেছে সেরা কমিউনিটি অ্যাওয়ার্ড। বাংলাদেশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশ লোকাল গাইডের মডারেটর মাহাবুব হাসান ও বেস্ট স্যুভিনিয়র অ্যাওয়ার্ড গ্রহণ করেন সোনিয়া বিনতে খোরশেদ।

১০-১২ অক্টোবর আমেরিকায় অনুষ্ঠিত গুগল লোকাল গাইড সামিটে এ পুরস্কার দেয়া হয়। যেখানে দুই হাজার অ্যাপ্লিকেশন থেকে বাছাই করে ৬২ দেশের ১৫০ জনকে অংশগ্রহণের সুযোগ দেয়া হয় এবং প্রায় ১৫ পেশার বিভিন্ন বিষয়ে এক্সপার্ট সেখানে অংশগ্রহণ করেন।

তিন দিনব্যাপী এ সামিটে ছিল সামাজিক ও তথ্যপ্রযুক্তির বিভিন্ন সমস্যা নিয়ে সেমিনার ও গুগল ম্যাপ-ভিত্তিক সমাজসেবা বাড়ানোর কৌশল নিয়ে বিভিন্ন আলোচনা।

এবারের সামিটের মূল বিষয়বস্তু ছিল, আক্সেসেবিলিটিস (ফিজিক্যাল ডিজেবিলিটিসদের প্রযুক্তি খাতে কিছু করার ক্ষেত্রে তাদের প্রাধান্য, ইমেজ প্রসেসিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, ইউজার জেনারেটেড কন্টেন্ট) প্রতি জোর দেয়া।