• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাংলা তাফসির ওজু ছাড়া ধরা যাবে তবে কোরআন ধরা যাবে না

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৯ অক্টোবর ২০১৭, ১৩:৫২

আরটিভি’র সরাসরি ইসলাম নিয়ে প্রশ্নোত্তরমূলক বিশেষ অনুষ্ঠান ‘শরিফ মেটাল প্রশ্ন করুন’। এ অনুষ্ঠানে কোরআন ও হাসিদের আলোকে দর্শক-শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়। এবারের পর্বে উত্তর দিয়েছেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম ও ভারপ্রাপ্ত খতিব হাফেজ মুফতি মুহিবুল্লাহ হিল বাকী।

১. সফর করার সময় কতদিন মুসাফির থাকা যায় বা কতদিনের নিয়ত করে ঘর থেকে বের হতে হয়?

উত্তর: সফরে বের হবার পর ওই স্থানে একটানা ১৫ দিন অবস্থানের নিয়ত যতদিন করা না হবে ততদিন মুসাফির হিসেবে কসর নামাজ আদায় করতে হবে। ১৫ দিনের নিয়ত না করা পর্যন্ত সেখানে ১ বছর থাকলেও তাকে কসর আদায় করতে হবে।

২. আমাদের দেশে প্রচলিত বাংলা তাফসির কিতাবগুলো কি ওজু ছাড়া বা তায়াম্মুম ছাড়া ধরা যাবে? এছাড়া মোবাইল ফোনে বিভিন্ন ধরনের কোরআন বা হাদিসের অ্যাপসগুলো স্পর্শ করা যাবে?

উত্তর: বাংলায় লেখা তাফসির ওজু ছাড়া ধরা যাবে। তবে কোরআন শরিফ ওজু ছাড়া ধরা যাবে না। আর বিভিন্ন ধরনের কোরআন বা হাদিসের অ্যাপস তাজিম হলো না ধরা। তবে ওজু ছাড়া ধরলেও কোনো সমস্যা নেই।

আরকে/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রচণ্ড শীতে ফরজ গোসল, অপারগতায় ইসলামের যে বিধান
X
Fresh