• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কাওড়াকান্দি-দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

অনলাইন ডেস্ক
  ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১২:৫৩

মাদারীপুরের কাওড়াকান্দি ও রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটের দু’পারে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে সাধারণ মানুষ।

মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাটে ঢাকামুখী মানুষের চাপ বেশি হওয়ায় যানজট দেখা দিয়েছে। ফেরি পার হতে প্রতিটি যানবাহনকে ৫ থেকে ৬ ঘন্টা ধরে অপেক্ষা করতে হচ্ছে। এতে বেশি ভোগান্তিতে পরছেন শিশু-বৃদ্ধরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাওড়াকান্দি ফেরিঘাটের টিএস মোহাম্মদ রুহুল আমিন জানান, ১৭টি ফেরির মধ্যে ২টি ডাম্ব ফেরি নষ্ট হওয়ায় পারাপারের অপেক্ষায় আটকে আছে ২শ’র বেশি যানবাহন। যাত্রীবাহী বাসকে প্রাধান্য দিয়ে পারাপার করা হচ্ছে।

অপরদিকে, রাজবাড়ির দৌলতদিয়ায় এখনো বন্ধ আছে দু’টি ফেরিঘাট। এতে তিন কিলোমিটার অংশ জুড়ে যানজট রয়েছে। অনেক যাত্রী অপেক্ষার ধৈর্য হারিয়ে বাস থেকে নেমে পায়ে হেটে দীর্ঘ রাস্তা পেরিয়ে ফেরি বা লঞ্চে উঠতে বাধ্য হচ্ছে।

রাজবাড়ীর দৌলতদিয়ার ২ ও ৪নং ফেরি ঘাট পদ্মার ভাঙ্গনে বিলিন হয়ে গেছে। বর্তমানে শুধু ১নং ঘাট দিয়ে সিমিত আকারে যানবাহন পারাপার করা হচ্ছে।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh