• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পোপ ফ্রান্সিসকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ অক্টোবর ২০১৭, ২১:৫৯

পোপ ফ্রান্সিসের আসন্ন সফর উপলক্ষে সরকার ও গণমাধ্যম ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনি এ সফরে আসছেন। বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কথা জানান তথ্যমন্ত্রী। এ উপলক্ষে ঢাকায় নিযুক্ত ভ্যাটিক্যানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরী এবং ‘বাংলাদেশে পোপের সফর ২০১৭ পরিষদ’-এর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন তিনি।

আগামী ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পোপ বাংলাদেশ সফর করবেন।

তথ্যমন্ত্রী বলেন, খ্রিস্টধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ আমন্ত্রণই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যরে প্রমাণ। মহান মুক্তিযুদ্ধে ধর্মযাজকেরা এদেশের মানুষের পাশে ছিলেন, আত্মত্যাগও করেছেন। শুধু তাই নয়, এদেশের শিক্ষা বিস্তারে, স্বাস্থ্য সেবায় ও সমাজ কল্যাণেও তারা আন্তরিক ভূমিকা রেখে চলেছেন।