• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ফখরুলের বিরুদ্ধে নাশকতার মামলার কার্যক্রম স্থগিত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ অক্টোবর ২০১৭, ১৬:১০

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় করা নাশকতার একটি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে কেন এ মামলা বাতিল করা হবে না তা জানতে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ (সোমবার) বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও সাগির হোসেন লিয়ন।

জয়নুল আবেদীন জানান, ২০১৫ সালের ৬ জানুয়ারি মির্জা ফখরুলের বিরুদ্ধে পল্টন থানায় নাশকতার অভিযোগে মামলাটি করা হয়। বোমা হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে পুলিশ মামলাটি করে। তবে তার কাছ থেকে কোনো বোমা উদ্ধার হয়নি। মামলার এফআইআরে এ বিষয় কোনো কিছু বলা হয়নি। আদালত বিষয়টি আমলে নিয়ে স্থগিতাদেশ দেন এবং রুল জারি করেন। এ মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

তিনি জানান, মির্জা ফখরুলের বিরুদ্ধে পল্টন থানার নাশকতার মামলা কেন বাতিল করা হবে না তা জানতে চার সপ্তাহের রুল জারি করেছেন আদালত। এ রুলি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ মামলার কার্যক্রম স্থগিত করেছেন আদালত।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার দেশে নব্য বাকশাল কায়েম করেছে : মির্জা ফখরুল
অসুস্থ খন্দকার মোশাররফকে দেখতে গেলেন মির্জা ফখরুল
সরকার জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে : মির্জা ফখরুল
স্থায়ী জামিন পেলেন বিএনপি নেতা ইশরাক
X
Fresh