• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

তুরাগ তীরের ৩০ স্থাপনা উচ্ছেদের আবেদন, শুনানি ২৯ অক্টোবর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ অক্টোবর ২০১৭, ২৩:০২

রাজধানীর পাশে তুরাগ নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা ৩০ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টে আবেদন করা হয়েছে। এ বিষয়ে শুনানির জন্য ২৯ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

রোববার সকালে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মাহমুদুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দিন ধার্য করেন।

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ(এইচআরপিবি) আবেদনটি করে।

আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

সম্প্রতি হাইকোর্টে তুরাগ তীরের স্থাপনার হালচাল নিয়ে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।

প্রতিবেদনে জানানো হয়, তুরাগ নদের তীরে এখনো ৩০টি স্থাপনা কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের দখলে রয়ে গেছে।

এগুলো উচ্ছেদ করতে আগের করা রিটের সম্পূরক হিসেবে একটি আদেশ দাখিল করেন মনজিল মোরসেদ।

তুরাগ নদীর দুই পাড়ে অবৈধ স্থাপনা আছে কিনা, তা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের জন্য চলতি বছরের ৫ জানুয়ারি গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন হাইকোর্ট।

বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন।

আদালতের এ আদেশের ফলেই বিচার বিভাগীয় তদন্ত করে প্রতিবেদন দাখিল করে গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

‘তুরাগকে মৃত ঘোষণা সময়ের ব্যাপার’ শিরোনামে গত বছরের ৬ নভেম্বর একটি ইংরেজি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই প্রতিবেদনের ভিত্তিতে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ রিট আবেদন করে। পরে ওই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুলসহ বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।

এমসি/কে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণবিজ্ঞপ্তিতে ৩৫ ঊর্ধ্বদের আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ
বড় মেয়েকে নিয়ে গোপনে বাংলাদেশ ছাড়লেন সেই জাপানি মা
জাতীয় ঈদগাহে ফিলিস্তিনি‌দের জন্য দোয়া
ইমতিয়াজ রাব্বিকে হলে সিট ফেরত দিতে নির্দেশ হাইকোর্টের
X
Fresh