• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

১৩ দিন ধরে নিখোঁজ সাংবাদিক উৎপল দাস, থানায় জিডি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ অক্টোবর ২০১৭, ২১:৪৭

অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডি ডট নিউজের সিনিয়র রিপোর্টার সাংবাদিক উৎপল দাস (২৯) ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

রাজধানীর মতিঝিল অফিস থেকে গেলো ১০ অক্টোবর বের হওয়ার পর আর তাকে পাওয়া যাচ্ছে না।

ওইদিন থেকে উৎপল দাসের ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় রোববার মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পূর্বপশ্চিম কর্তৃপক্ষ।

উৎপল দাস নরসিংদীর রায়পুরা উপজেলার থানাহাটি এলাকার চিত্ত দাসের ছেলে। তিনি রাজধানীর ফকিরাপুল এক নম্বর গলিতে ভাড়া বাসায় থাকতেন।

পূর্বপশ্চিমের সম্পাদক খুজিস্তা নূর-ই-নাহারিন জানান, গেলো ১০ অক্টোবর দুপুর একটার দিকে কাজ শেষে অফিস থেকে বের হন উৎপল। এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত দুইটি মোবাইল নম্বরই বন্ধ পাওয়া যাচ্ছে।

তিনি আরো বলেন, পরিবার, সহকর্মী ও বন্ধুবান্ধবের কাছে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় উদ্বিগ্ন তার স্বজন ও সহকর্মীরা। উৎপল দাসের সন্ধান চেয়ে মতিঝিল থানায় জিডি করা হয়েছে। জিডি নং-১৬২৫, ২২/১০/১৭ইং।

মতিঝিল থানার ওসি (তদন্ত) গোলাম রব্বানি বলেন, ‘সাংবাদিক উৎপল দাসের খোঁজে পুলিশ কাজ শুরু করেছে। তথ্যপ্রযুক্তির সহযোগিতা নিয়ে তদন্ত করা হচ্ছে। সেইসঙ্গে বিভিন্ন পর্যায়ে খোঁজ খবর নেয়া হচ্ছে’।

জেবি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh