• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রাত ৮টার মধ্যে টিএসসির কার্যক্রম বন্ধের নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ অক্টোবর ২০১৭, ১৪:৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সব ধরনের কার্যক্রম রাত ৮ টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

টিএসসি পরিচালক মহিউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গেল ১৭ অক্টোবর এ নিয়ে নির্দেশ জারি করা হলেও রোববার বিজ্ঞপ্তিটি প্রকাশ পায়। এ নিয়ে টিএসসির সব সংগঠনকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে টিএসসি কর্তৃপক্ষ।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, টিএসসিতে অবস্থিত সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোকে বিবিধ বিবেচনায় নিরাপত্তার স্বার্থে নিজ নিজ কার্যক্রম রাত আটটার মধ্যে বন্ধ করতে হবে।

তবে কাজের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সময় রাত ১১টা পর্যন্ত করা যাবে।

এ বিষয়ে টিএসসির পরিচালক মহিউজ্জামান জানান, 'প্রক্টর স্যারের সঙ্গে কথা বলেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।' এর বেশি মন্তব্য করতে রাজি হননি তিনি।

এমন এক সময়ে এ নির্দেশ জারি করা হলো যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর হিসেবে নতুন এক ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের এক প্রজ্ঞাপনে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান সই করেন।

গেলো বৃহস্পতিবার অধ্যাপক ড. এ এম আমজাদের মেয়াদ শেষ হয়।

এদিকে, নোটিশ জারির পর থেকেই শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীরা এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া সমালোচনা করছেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাবিপ্রবির টিএসসিতে নেই নারীবান্ধব শৌচাগার, বিপাকে ছাত্রীরা
X
Fresh