• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বৃষ্টি থামছেই না

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ অক্টোবর ২০১৭, ০৯:৫২

ষড়ঋতু বৈশিষ্ট্য আগেই হারিয়েছে বাংলাদেশ। কখন যে আবহাওয়ার কী রূপ তা বলা মুশকিল। বৃষ্টির দিনে বৃষ্টি নেই। শীতের দিনে শীত কম।

বিশেষ করে এ বছরটির আবহাওয়া কখন কী রূপ ধারণ করে তা সাধারণভাবে বোঝা যায় না।

সকালে বাসা থেকে বের হবার সময় প্রচণ্ড রোদ। অফিসে ঢুকার আগেই রাস্তায় অঝোর ধারায় বৃষ্টি। অথবা বৃষ্টি মাথায় বাসা থেকে বের হলে, কিছুক্ষণ পরই প্রচণ্ড রোদ। তবে বৃষ্টি যেনো পিছুই ছাড়ছে না। বিশেষ করে রাজধানীবাসীর।

এজন্য ঢাকায় কর্মজীবী মানুষদের একটু বেশি দুর্ভোগপোহাতে হচ্ছে। কর্মস্থলে অনেক সময় বিব্রতকর অবস্থা নিয়ে হাজির হতে হয়। কখনো প্রচণ্ড ঘেমে। আবার কখনো কাকভেজা হয়ে।