• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দুবাইয়ের আকাশে বিশ্বের প্রথম উড়াল ট্যাক্সি

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ অক্টোবর ২০১৭, ১৩:৫৬

চলতি বছরের সেপ্টেম্বরে বিশ্বের প্রথম উড়ন্ত ট্যাক্সি উড়েছিলো দুবাইয়ের আকাশে। দুবাই শহরের জুমাইরা বিচ এলাকায় দুই সিট বিশিষ্ট এ উড়ন্ত ট্যাক্সির প্রথমবারের মতো পরীক্ষা চালানো হয়। খবর গালফ নিউজের।

দুবাই প্রশাসনের তথ্য ও যোগাযোগ দপ্তরের বিবৃতিতে জানানো হয়, সড়ক ও যানবাহন কর্তৃপক্ষের মাধ্যমে বিশ্বে প্রথমবারের মত কোন ধরনের পাইলট ছাড়াই স্ব-নিয়ন্ত্রিত এ উড়ন্ত ট্যাক্সি সেবা চালু করা হবে।

এতে আরো জানানো হয়, এই উড়ন্ত ট্যাক্সির মাধ্যমে মানুষ এক শহর থেকে আরেক শহরে যাতায়াত করতে পারবে। এমনকি বিভিন্ন শপিং মলসহ শহরের অভ্যন্তরে নানা জায়গায় ভ্রমণও করতে পারবেন।

পরীক্ষা চালানো প্রথম উড়ন্ত ট্যাক্সিটির জলপথে গতি ৩০ মিনিটে ৫০ কিলোমিটার এবং আকাশপথে ১০০ কিলোমিটার।

নয়টি ব্যাটারী দিয়ে চালিত এ উড়ন্ত ট্যাক্সি একবার চার্জে টানা ৩০ মিনিট চলতে সক্ষম। এখনো পরীক্ষামূলক অবস্থায় থাকায় কোন নাম দেয়া হয়নি এই আকাশ যানের। যাত্রীর যাতায়াত ব্যবস্থায় এই উড়ন্ত ট্যাক্সিকেই ভবিষ্যত হিসেবে দেখছে দুবাই।

উল্লেখ্য, পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র দুবাই ২০৩০ সালের মধ্যে এর যানবাহনের এক-চতুর্থাংশকেই স্বয়ংক্রিয় করার কথা ভাবছে। এর অংশ হিসেবে চালু করা হচ্ছে এ উড়ন্ত ট্যাক্সি।

এপি/এ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh