• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইউএপির শিক্ষার্থী পেলেন আন্তর্জাতিক তামায়ুজ অ্যাওয়ার্ড

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ অক্টোবর ২০১৭, ২৩:১০

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) স্থাপত্য বিভাগের শিক্ষার্থী নিশাত তাসনীম ঐশী তার স্নাতক প্রকল্পের জন্য পেয়েছেন আন্তর্জাতিক তামায়ুজ অ্যাওয়ার্ড ২০১৭। প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেছেন।

বিশ্বব্যাপী স্নাতক প্রকল্পের স্নাতকধারীদের স্থাপত্য, নগর এবং ভূদৃশ্য নকশার উপর এই পুরস্কার প্রদান করা হয়।

একদল অভিজ্ঞ বিচারক প্যানেল নির্ধারিত প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিজয়ীদের নির্ধারণ করে থাকেন যেখানে এবছর বিশ্বের মোট ৪২টি দেশের ১১৮টি বিশ্ববিদ্যালয়ের ৪৬৮ জন

স্নাতকধারী এ প্রতিযোগিতায় অংশ নেন। জর্ডানে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।