• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নতুন আইসিটি চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলাম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ অক্টোবর ২০১৭, ১৮:১৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নতুন চেয়ারম্যান হিসেবে বিচারপতি শাহিনুর ইসলামকে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। একইসঙ্গে সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বিচারপতি আমির হোসেন ও আবু আহমেদ জমাদারকে।

আজ বুধবার আইন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগের গেজেট প্রকাশ করা হয়।

গত ১৩ জুলাই ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের মৃত্যুর পর এখন পর্যন্ত এ পদটি শূন্য থেকে যায়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের ৩৩টি মামলায় প্রায় ১৪১ জনের বিরুদ্ধে বিচার চলমান রয়েছে। এর মধ্যে নেত্রকোনার ১৬ জন, কক্সবাজারের ১৯ জন, পটুয়াখালীর দু’জন, ময়মনসিংহের ২৪ জন, নোয়াখালীর চার জন, মৌলভীবাজারের ১২ জন, গাইবান্ধার পাঁচ জন, বাগেরহাটের ১৩ জন, রাজশাহীর একজন, নওগাঁর তিন জন ও খুলনার আট জনের মামলা চলছে।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে ২০১০ সালের ২৫ মার্চ গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ পর্যন্ত ২৮টি মামলায় ৫৩ জনের বিচার সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে ছয় জনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। ৩৩টি মামলা চলমান রয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh