• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সাহিত্যে নোবেল পেলেন ব্রিটিশ লেখক কাজুও

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ অক্টোবর ২০১৭, ১৮:৩৫

২০১৭ সালে সাহিত্যে নোবেল জিতেছেন ব্রিটিশ লেখক কাজুও ইশিগুরো। বৃহস্পতিবার সুইডিশ একাডেমি এই পুরস্কারের ঘোষণা করে।

একাডেমির কমিটির পক্ষ থেকে এই ব্রিটিশ লেখকের ব্যাপক প্রশংসা করে বলা হয় হয়, লেখক ইশিগুরো নিজের আদর্শ ঠিক রেখে, আবেগপ্রবণ শক্তি দিয়ে বিশ্বের সঙ্গে আমাদের সংযোগ ঘটিয়েছেন।

এ পর্যন্ত ৮টি বই লিখেছেন ইংরেজি ভাষার প্রখ্যাত এ লেখক। এই বইগুলো মোট ৪০টি ভাষায় অনূদিত হয়েছে।

সাহিত্যে নোবেল জয়ের পর ৬২ বছর বয়সী কাজুও ইশিগুরো তার প্রতিক্রিয়ায় জানান, আমি হতবিহ্বল হয়ে পড়েছি।

তিনি বলেন, পৃথিবী হুমকির মুখে রয়েছে। আমি আশা করি নোবেল পুরস্কার মাধ্যমে ইতিবাচক কিছু করা সম্ভব।

এছাড়াও জলবায়ু পরিবর্তনের জন্য কাজ করতে চান বলে জানান ইশিগুরো।

১৯৫৪ সালের ৮ নভেম্বর জাপানের নাগাসাকিতে জন্মগ্রহণ করেন ইশিগুরো। তার বাবার নাম সিজিও ইশিগুরো এবং মায়ের নাম সিজুকো। ১৯৬০ সালে তার পরিবার ইংল্যান্ডে পাড়ি জমায়।

সমসাময়িক ইংরেজি সাহিত্যে অন্যতম প্রধান ঔপন্যাসিক হিসেবে সমাদৃত হন তিনি। ২০০৮ সালে ‘দি টাইমস’ম্যাগাজিনের জরিপ মতে, ১৯৪৫ সালের পর ইংরেজি সাহিত্যের প্রভাবশালী ৫০ জনের মধ্যে তিনি ৪৫তম।

কাজুও ইশিগুরোর উপন্যাসগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ‘দ্য রিমেইন্স অব দ্য ডে’ এবং ‘নেভার লেট মি গো’।

এ দুটো উপন্যাস অবলম্বনে সিনেমাও তৈরি করা হয়েছে।

ওয়াই/এম

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh