• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রধান বিচারপতির ছুটি ‘নজিরবিহীন’ কোনো ঘটনা নয় : অ্যাটর্নি জেনারেল

আরটিভি অনলাইন ডেস্ক

  ০২ অক্টোবর ২০১৭, ২০:৫৪

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার ছুটি চাওয়ার বিষয়টি ‘নজিরবিহীন’ কোনো ঘটনা নয়। তার ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে।ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের সঙ্গে এই ছুটির কোনো সম্পর্ক নেই।

সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, একজন মানুষের সুবিধা-অসুবিধা থাকতেই পারে। তিনি বিদেশ থেকে আসার পর আমার সঙ্গে দেখা হয়নি। জানি না ছুটির কী কারণ?

তিনি ‍বলেন, মঙ্গলবার থেকে আপিল বিভাগে বসছেন না প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটি শেষে দেশের সর্বোচ্চ আদালত খুলছে মঙ্গলবার। গত ২৭ আগস্ট থেকে দীর্ঘ এক মাসেরও বেশি সময় সুপ্রিমকোর্ট বন্ধ থাকে।

আদালত খোলার ঠিক আগেই প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাছে এক মাসের ছুটি চেয়েছেন।

এখন নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি করবেন তার অবর্তমানে প্রধান বিচারপতি হিসেবে কাকে দায়িত্ব দেয়া হবে।

আগামী বছরের ৩১ জানুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার চাকরির মেয়াদ শেষ হবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh