• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৬

চট্টগ্রাম প্রতিনিধি

  ০১ অক্টোবর ২০১৭, ১১:১৫

চট্টগ্রামের নিউমুরিং এলাকায় একটি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাতে নিউমুরিং এলাকার পাঁচতলা ভবন ‘জসিম বিল্ডিং’র নিচতলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন আবুল কালাম (৬০), মো. ইউসুফ (৩০) ও তার বোন জাহেদা বেগম (১৮), মুক্তা বেগম (১৭), রিয়াজ (৩০) এবং সেন্টু হাওলাদার (৩৫) দগ্ধ হন।

ইপিজেড থানার ওসি সৈয়দ এহসানুল ইসলাম বিষটি আরটিভি অনলাইনকে নিশ্চিত করে জানান, ইপিজেড থানার এসআই মাইনুল হাবিব জানান, ওই ভবনের বাসিন্দাদের বাড়ির মালিক গ্যাস সিলিন্ডার সরবরাহ করেন। সিলিন্ডারগুলো নিচতলার একটি কক্ষে রাখা হয়। রাত সাড়ে ৯টার দিকে ওই কক্ষে সিলিন্ডার বিস্ফোরিত হলে কক্ষগুলোতে আগুন ধরে যায়।

চট্টগ্রাম মেডিকেল পুলিশের এসআই আলাউদ্দীন জানিয়েছেন, দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের সবাইকে ঢাকা পাঠানো হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
সিডিএর নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ 
নারী কর্মীদের বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করল চট্টগ্রাম চক্ষু হাসপাতাল
নিহত চুয়েটের ২ শিক্ষার্থীর পরিবার পাবে ১০ লাখ টাকা 
X
Fresh