• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

শারদীয় দুর্গোৎসবে আজ কুমারী পূজা

অনলাইন ডেস্ক
  ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১২:১৩
ফাইল ছবি

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের আজ মহাঅষ্টমী। এ দিনের মূল পর্ব কুমারী পূজা।

সকাল থেকে অষ্টমী পূজা শুরু হয়। বেলা ১১ টার দিকে শুরু হয় কুমারী পূজা। রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া সারা দেশের পূজা মণ্ডপগুলোতে অষ্টমী পূজা শুরু হয়েছে। কুমারী পূজাও এদিনের পূজাঅর্চনার অংশ।

আগুন, জল, বস্ত্র, ফুল ও বাতাস- এই পাঁচ উপকরণে দেয়া হয় ‘কুমারী’ মায়ের পূজা।

শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব বলেছেন, সব নারী ভগবতীর একেকটি রূপ। শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ। শাস্ত্র অনুসারে, সাধারণত ১ থেকে ১৬ বছরের সুলক্ষণা কুমারীকে পূজা করা হয়। কুমারী পূজার মাধ্যমে নারী জাতি হয়ে উঠবে পূতঃপবিত্র ও মাতৃভাবাপন্ন। নারী জাতির প্রতি সবাই শ্রদ্ধাশীল হবে।

১৯০১ সালে ধর্মপ্রচারক স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুড় মঠে কুমারী পূজার মাধ্যমে এর প্রচলন করেন। তখন থেকে প্রতিবছর দুর্গাপূজার অষ্টমী তিথিতে এ পূজা চলে আসছে। পূজার আগ পর্যন্ত কুমারীর পরিচয় গোপন রাখা হয়। এছাড়া নির্বাচিত কুমারী পরবর্তী সময়ে স্বাভাবিক জীবনযাপন আচার-অনুষ্ঠান করতে পারে।

আসছে শনিবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হবে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh