• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এইচটিসির ২০০০ কর্মী যোগ দিয়েছে গুগলে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৫

তাইওয়ানের নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসির গবেষণা এবং উন্নয়ন বিভাগের অর্ধেক অর্থাৎ প্রায় দুই হাজার কর্মী যোগ দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে। এসব কর্মী গুগলের সিলিকন ভ্যালি কার্যালয়ে যোগদান করবেন।

এইচটিসির সঙ্গে এ সংক্রান্ত ১১০ কোটি ডলারের একটি সহযোগিতা চুক্তি সই করেছে বলে গত বুধবার রাতে জানিয়েছে গুগল।

এ চুক্তির আগে তাইওয়ান স্টক এক্সচেঞ্জে এইচটিসির শেয়ার লেনদেন কার্যক্রম বন্ধ ছিল। ২০১৮ সালের শুরুতে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এ অধিগ্রহণের সব কার্যক্রম শেষ হওয়ার আশা করা হচ্ছে।

গুগলের হার্ডওয়্যার বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিক অস্টেরলোহ এক বিবৃতিতে বলেন, এই চুক্তি অনুযায়ী, এইচটিসির একটি বিশেষজ্ঞ দল দ্রুতই গুগলের হার্ডওয়্যার বিভাগে যোগদান করবেন।

তিনি আরো বলেন, আগামী ৪ অক্টোবর গুগল যে পিক্সেল ফোন-টু উন্মোচন করা হবে, তার উৎপাদনকারী প্রতিষ্ঠান এইচটিসি। গুগলের প্রথম পিক্সেল ফোনের উৎপাদনকারীও ছিল এইচটিসি।

স্মার্ট ফোন উৎপাদনের জন্য আমরা কিছুদিন ধরেই প্রতিষ্ঠানটির ডিভাইস বিভাগের সঙ্গে কাজ করছি বলেও তিনি উল্লেখ করেন।

বৈশ্বিক সার্চ সেবা এবং মোবাইল অপারেটিং সিস্টেম খাতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে গুগল।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীকে ২০০ টুকরা করার পর সুবিধা জানতে গুগলের দ্বারস্থ যুবক
ফ্রান্সে গুগলের ২৫০ মিলিয়ন ইউরো জরিমানা
ক্রোম ব্রাউজারে ভয়ংকর ত্রুটি, আপনি নিরাপদ তো?
জেমিনির ভুলে বিপাকে গুগল সিইও, হারাতে পারেন চাকরি 
X
Fresh