• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিদেশি টিভি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধে রিট

অনলাইন ডেস্ক
  ২০ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩১

বিদেশি টিভি চ্যানেলে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেছেন অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া।

তিনি বলেন, ২৪ আগস্ট বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন বন্ধে লিগ্যাল নোটিশ দেয়া হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় এ রিট দায়ের করা হয়েছে।

রিটে তথ্য ও বাণিজ্য সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিটিআরসির চেয়ারম্যান, বিটিভির মহাপরিচালক ও পুলিশ মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে উল্লেখ করা হয়, ২০০৬ সালের ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক কার্যক্রম পরিচালনা আইনের ১৯ ধারার ১৩ উপধারায় বলা হয়েছে, বাংলাদেশি দর্শকদের জন্য বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা যাবে না। কিন্তু সম্প্রতি অনেক বিদেশি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচার হচ্ছে।

এই সুযোগে অবৈধভাবে কিছু কোম্পানি দেশের সম্পদ বিদেশে পাচার করছে। এতে দেশীয় চ্যানেলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে এই রিট আবেদনের ওপর যেকোনো দিন শুনানি হতে পারে।

বাংলাদেশে সম্প্রচার হয় এমন বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধের দাবি জানিয়ে আসছিল টেলিভিশন চ্যানেল মালিক, কলা-কুশলী-বিজ্ঞাপন দাতাদের সংগঠন মিডিয়া ইউনিটি।

সংগঠনটির নেতাদের দাবি, কিছু বিদেশি চ্যানেলের বাংলাদেশে প্রচার করা অনুষ্ঠানে বাংলাদেশি বিজ্ঞাপন দেখানো হয়। এসব বিজ্ঞাপন ওই দেশে না দেখিয়ে কেবল বাংলাদেশি দর্শকদের দেখানো হয় যা বেআইনি।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
পাকিস্তানে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা
যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ হেরিটেজ ডে’ উদযাপন
শুরু হতে যাচ্ছে সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্ট
X
Fresh