• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

রুয়েট আবাসিক হলে ককটেল বিস্ফোরণ, আহত ১

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৯ সেপ্টেম্বর ২০১৭, ২২:৩৭

রুয়েট আবাসিক হলে ককটেল বিস্ফোরণ, আহত ১রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে রুয়েটের শহীদ জিয়াউর রহমান হলের ৩০৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

এতে রাকিব আহমেদ নামে এক ছাত্রলীগ নেতা গুরুতর আহত হয়েছেন। আহত রাকিব ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের (১৫ সিরিজ) শিক্ষার্থী।

তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নতুন বরাদ্দ পাওয়ায় পর রাকিব ওই কক্ষ পরিষ্কার করতে গিয়ে অসাবধানতায় ককটেলটির বিস্ফোরণ ঘটে। পরে কয়েকজন শিক্ষার্থী তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে আহত রাকিবের সঙ্গে থাকা রুয়েটের সহকারী ছাত্র কল্যাণ উপদেষ্টা সিদ্ধার্থ শংকর সাহা বলেন, 'ওর হাতে ককটেল বিস্ফোরিত হয়ে স্প্লিন্টার ঢুকেছে। হাতে গুরুতর জখম হয়েছে। তবে চিকিৎসক বলেছেন রাকিব শংকামুক্ত।

রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু বলেন, 'কে বা কারা ওর কক্ষের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তাতে রাকিব আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শহীদুল ইসলাম বলেন, 'হলের অভ্যন্তরে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় বিষয়টি সঙ্গে সঙ্গেই প্রশাসনকে জানিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নেয়া হবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমন্বিত ভর্তি পরীক্ষায় রুয়েটে উপস্থিতির হার ৭৯.৩২ শতাংশ
বাস-ইজিবাইকের সংঘর্ষ, রুয়েট শিক্ষার্থীসহ আহত ২
তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে জাবিতে বিক্ষোভ 
X
Fresh