• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শিশির রাজনের কবিতা

শিশির রাজন

  ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৩৬

রোহিঙ্গা

শান্তি ভেসে যায়; সাগর সঙ্গমে

রক্ত ধারায়...

ঘুমের উত্তাপে ক্লান্ত স্বপ্ন-এক জোড়া শিশু চোখ; অজস্র চোখের বেদনা...

ধিক...ঘৃণার আগুনে

যেসব রাষ্ট্র পদ্ধতি মানুষকে বানায় সংখ্যালঘু; রক্তের হলিতে নাচে…ধর্মকে করে আধুলি

বুদ্ধের বাণী আহত;

ভেসে আসা শিশুটির চোখে পৃথিবীকে মরে যেতে দেখি; মানুষকে মরে যেতে দেখি..

ক্ষমা করো আত্মার রঙ..নিকশ অন্ধকার

দেবতা শিশুদের নিষ্পাপ চোখের তরঙ্গে কাঁটাতার বিদীর্ণ হবে..

সবুজ অরণ্য মাটির সৌরভে পৃথিবী হবে মানুষের...

অদৃশ্য মুখের ধারাপাত

আদিম নামতা; বনজ তারায় খয়েরি অন্ধকার।

বৃষ্টি নামলো! নিরল রাতে পাখির উঠোন...তোমার মুখ; ফুলের সুবাসে ঝাঁপসা হয়ে গেলো!

সমুদ্র জোৎস্নায় আমিই জোনাক...ঘুঙ্গুর পায়ে, ছায়ার দৃশ্যে তোমার শব্দ শুনি..মনে পড়ে?? লাল শাপলা; আমাদের পুতুল ঘর।

শহর নিয়নে কী লিখেছিলে সে দিন! ঠোঁটের কোরাসে তোমারই আদিম নামতা...

আজো মুখ দেখি; দেখি

নদীর নাচন

স্নানের জলে সরিয়ে নিও আঁচল আশ্রয়; ধানের ওম।

চিতার নিঃশ্বাসে বাড়ে রাত

আমাদের ভৈরবী বেদনা...

সবুজ পায়েল সমুদ্র মালা

বর্ষার শ্রাবণে ভিজে ফেরারি রাস্তা

সমুদ্র মাঝে মাঝে গোলাপ হয়

জলের বৃক্ষ;

বাজার এক দুর্দান্ত সভ্যতা

মিহি নিয়নে রাখাইন তরুণীরা সহজেই বলে যেতে থাকে

পা ও হাঁটার ইতিহাস

কবেকার পাথরের গাঁয়ে ফুটেছিল সমুদ্র মালা

আমাদের চোখ কাঁচের আয়না...

মাঝে মাঝে রাখাইন কন্যা মিনথিলা’দি হয়ে উঠে হাসির ঝর্ণা

ক্রেতার চোখের ইশারায় বুঝে যায় পায়েল ও মালার রঙ..সবুজ পায়েলে বাজুক সুরেলা উঠান

রাতের হৃদয়ে সমুদ্র মালার গান।...

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সুইডেনের রাজকুমারী
রোহিঙ্গা ক্যাম্পে সুইডেনের রাজকন্যা
রোহিঙ্গাদের জন্য ইউএনডিপি’র বড় তহবিল গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর
তিনদিনের সফরে সুইডেনের রাজকন্যা ঢাকায়
X
Fresh