• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

বৈষম্যের অভিযোগে গুগলের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৮

বেতন ও পদোন্নতি সংক্রান্ত বৈষম্যের অভিযোগ এনে গুগলের বিরুদ্ধে মামলা করেছেন প্রতিষ্ঠানটির সাবেক তিন নারী কর্মী।

ওই তিন নারী কর্মীর দাবি, পুরুষের চেয়ে তাদের বেতন কম দেয়া হতো, আর্থিকভাবে লাভবান হওয়া যায় এমন কাজে তাদের খুবই কম নিয়োগ দেয়া হতো এবং পুরুষের তুলনায় তাদের পদোন্নতি পাওয়ার হারও ছিল কম।

বৃহস্পতিবার সানফ্রান্সিসকোর একটি স্টেট কোর্টে মামলাটি দায়ের করা হয়। তবে মামলায় আনা অভিযোগ অস্বীকার করেছে গুগল।

এক বিবৃতিতে গুগলের মুখপাত্র গিনা স্কিগলিয়ানো বলেছেন, মূল অভিযোগগুলোর ব্যাপারে আমরা দ্বিমত পোষণ করছি।

প্রতিষ্ঠানের পদোন্নতির বিষয়টি যথাযথ নিয়োগ ও প্রমোশন কমিটির ওপর নির্ভর করে। বিভাগগুলোতে লিঙ্গবৈষম্য এড়াতে কয়েক স্তরের রিভিউ দেখেই পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়।

গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার কেলি এলিস ২০১০ সালে যখন চাকরিতে যোগ দেন তখন তার বেতন-ভাতা ও পদবি নির্ধারণ করা হয় লেভেল তিন অনুযায়ী। কিন্তু তার কয়েক সপ্তাহ পরেই চাকরিতে যোগ দেয়া এক পুরুষ সহকর্মীকে সরাসরি লেভেল চারের অন্তর্ভুক্ত করে নিয়োগ দেয় গুগল।

এলিস ও তার সেই পুরুষ সহকর্মী একই বিভাগে কাজ করলেও লেভেল চারে পদোন্নতি পাওয়ার জন্য তাকে ২০১৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়।

বাকি দু’নারী প্রকৌশলী হলি পিস ও কেলি উইসুরিও মামলায় একই রকম ঘটনার কথা উল্লেখ করে জানান, কাজের ক্ষেত্র ও পরিমাণ এক হলেও তারা গুগলের বৈষম্য নীতির শিকার হন।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh